শিবগঞ্জে ৭ লাখ ভারতীয় জাল রুপিসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ধোপপুকুর লাহাপুরে এলাকা থেকে বুধবার ৭ লাখ ভারতীয় জাল রুপিসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কলাবাড়ী গ্রামের হযরত আলীর ছেলে সুমন আলী (২৮)।
র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের এএসপি নূরে আলম এর নেতৃত্বে র‌্যাবের একটি দুপুরে কানসাট ইউনিয়নের ধোপপুকুর এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ভারতীয় জাল রুপিসহ সুমনকে হাতেনাতে আটক করা হয়। র‌্যাব আরো জানায়, সুমন দীর্ঘদিন যাবৎ ভারতীয় জাল রুপিসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা ব্যবসার সাথে জড়িত।
এ ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১০-১৬

,