মৎস বিভাগের অভিযানে জব্দ ২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য দপ্তর পদ্মা নদীতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। রানীহাটি ৬ নম্বর বাঁধ এলাকা থেকে নারায়নপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। এসময় প্রায় ৪ কেজি ইলিশ মাছও আটক করা হয়। পরে পদ্মা নদীর ধারে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলার মৎস্য কর্মকর্তা শামছুল আলম শাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাসুদ রানাসহ জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরাসহ অন্যরা। আটক মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে ১২ অক্টেবার থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরা এবং বিক্রিতে নিষেধাজ্ঞাজারি করে সরকার।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১০-১৬