চরবাগডাঙ্গা ও ঘুঘুডিমা এলাকা থেকে ৬৭ কেজি ইলিশ মাছ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার চরবাগডাঙ্গা বাজার ও ঘুঘুডিমা এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার প্রায় ৬৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য দপ্তর ও সদর উপজেলা নির্বাহী অফিসের যৌথ অভিযানে মা ইলিশ ও জাটকা ইলিশগুলো জব্দ করা হয়। এ সময় মাছ ধরার অপরাধে ২ জেলেকে আড়াই হাজার টাকা জরিমান করা হয়। জরিমানাকৃত ২ জেলে হচ্ছে, চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা রোডপাড়ার আতাবুল ইসলামের ছেলে উজির আলী ও শাজাহানপুরের চরহরিশপুর বড় রাবনপাড়ার ফাইজুদ্দিনের ছেলে আনারুল ইসলাম। পরে মাছগুলো সদর উপজেলার ১৩টি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম, জেলার মৎস্য কর্মকর্তা শামছুল আলম শাহ, সদর এসিল্যান্ড শিমুল আকতার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাসুদ রানা, উপজেলা সমাজ সেবা অফিসার রবিউল ইসলাম, সদর মডেল থানার এসআই রশিদুল ইসলাম।
উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে সরকারীভাবে ১২ অক্টেবার থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরা এবং বিক্রি নিষিদ্ধ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১০-১৬