শিবগঞ্জে র্যাবের অভিযানে পিস্তল-ম্যাগাজিনসহ ৩ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবপুর ছোটবিলা এলাকা থেকে মঙ্গলবার ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে উপজেলার কানসাট কলাবাড়ী এলাকার মইদুল হকের ছেলে আসাদুল হক ওরফে আসাদ (২২), একই এলাকার আশরাফ রোজার ছেলে হেলিম রেজা (১৮) ও কানসাট কাগচিপাড়ার মুসলিমের ছেলে সাগর ইসলাম (১৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে দশটার দিকে সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলমের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শিবপুর ছোটবিলা এলাকার একটি আমবাগান সংলগ্ন কাঁচা রাস্তায় অভিযান চালায়। পরে মোটরসাইকেল নিয়ে আগ্নেয়াস্ত্র বিক্রয়ের জন্য অবস্থানের সময় তাঁদের আটক করা হয়। র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১০-১৬
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে দশটার দিকে সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলমের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শিবপুর ছোটবিলা এলাকার একটি আমবাগান সংলগ্ন কাঁচা রাস্তায় অভিযান চালায়। পরে মোটরসাইকেল নিয়ে আগ্নেয়াস্ত্র বিক্রয়ের জন্য অবস্থানের সময় তাঁদের আটক করা হয়। র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১০-১৬