শিবগঞ্জে ২ মন জাটকা ইলিশ মাছ এতিমখানায় বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ নিউজডট কমে সংবাদ প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাটকা ও মা ইলিশ মাছ ধরা বন্ধ করতে মৎস্য বিভাগের অভিযান অব্যহত রয়েছে। মঙ্গলবার দিনব্যাপী  অভিযানে  মনোহরপুর ঘাট থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস ও দূর্লভপুর-আমতলা বাজার থেকে ২ মণ জাটকা ইলিশ আটক করেছে উপজেলা মৎস কর্মকর্তা।  এ সময়  অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে ২ জেলেকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী। পরে উদ্ধারকৃত জাটকা ইলিশ উপজেলার ৪টি এতিমখানায় বিতরণ করে দেন উপজেলা মৎস্য অধিদপ্তর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরণ মন্ডল সহ উপজেলা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৫-১০-১৬

,