চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ৯ম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাই মহিষপুর গ্রামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর।
চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি কাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দীন শামীম, গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান আসজাদুর রহমান, সহকারী কমিশনার ভ’মি শিমুল আখতার, সমিতির সাধারণ সম্পাদক তাশেম আলী। সভায় জানানো হয়, সমিতি আওতায় থাকা প্রায় ১১ শ পরিবার কষি, ক্ষুদ্র ঋণসহ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে উপকারভোগ করছেন। সমিতির পানি ব্যবস্থাপনার ফলে ১ হাজার ৯৯৪ বিঘা জমি সেচ সুবিধার আওতায় এসেছে।
সভায় ৩ জন সদস্যকে শেয়ারের লংভ্যাশ প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১০-১৬