নাচোলে সহকারী কমিশনার ভূমি’র বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সহকারী কমিশনার (ভূমি) সরকার অসীম কুমারের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে নাচোলের সর্বস্তরের জনগন ও পরিবেশ রক্ষা কমিটির ব্যানারে  মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আব্দুস সাত্তার, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, আদিবাসী নেতা হিংগু র্মুমু, আদিবাসী নেত্রী রঞ্জনারানী ফুন্সি, জেলা আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি বিশ্বনাথ মাহাতো, এশিয়ান স্কুল এন্ড কলেজের প্রভাষক শাকিল রেজা, উপজেলা স্কুলের সহকারী শিক্ষক মজিদুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচ বছর পর নাচোল ভূমি অফিসে একজন সুযোগ্য কর্মকর্তা পাওয়ার পর ১বছরের মধ্যে ওই কর্মকর্তার পরিশ্রমের ফসল হিসেবে নাচোল ভূমি অফিসকে দালাল মুক্ত ও ডিজিটাল ভূমি অফিসে রুপান্তর করেছেন। তার নেতৃত্বে ১৯৫টি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সরকারের ব্যাপক রাজস্ব আয় হয়েছে বলেও জানানো হয়।
মানববন্ধন শেষ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকার অসীম কুমারের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৫-১০-১৬

,