গোপালগঞ্জের প্রিয় জন্মভুমিতে শায়িত হলো জাহিদুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় তাঁর জন্মস্থান গোপালগঞ্জের সুকতাইল গ্রামের সুকতাইল উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে নিজ বসতভিটা সুকতাইল সরদারপাড়া নতুন চেয়ারম্যানবাড়ী রাস্তার পাশে দাফন করা হয়। জানাযায় উপস্থিত হন, ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক), ঢাকা জেলা প্রশাসক, জন প্রশাসন মন্ত্রণালয়ে উর্ধ্বতন কর্মকর্তা, বাগেরহাট জেলা প্রশাসক, খুলনা জেলা প্রশাসক, শরিয়তপুর জেলা প্রশাসক, মাদারীপুর জেলা প্রশাসক, গোপালগঞ্জ জেলা প্রশাসক, ফরিদপুর জেলা প্রশাসক, বরিশাল জেলা প্রশাসক, পিরোজপুর জেলা প্রশাসকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যরা।
মরহুমের জানাযায় কয়েক হাজার মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে ফরিকপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা ও দোয়া শেষে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে লাশবাহী এ্যাম্বুলেন্সটি নিয়ে জেলা প্রশাসন ও পরিবারের সদস্যরা রওয়ানা হন। রাত আড়াইটার দিকে গোপালগঞ্জে পৌঁছে। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সভা চলাকালিন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  মৃত্যুবরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১০-১৬