পৌরসভার ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে প্রতিরোধ কমিটির নতুন কর্মসুচি

চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্তৃপক্ষের সাথে  ট্যাক্সবৃদ্ধি নিয়ে ‘অযৌক্তিক পৌর ট্যাক্সবৃদ্ধি প্রতিরোধ কমিটি’র চলমান আলোচনা ব্যর্থ হবার পর নতুন কর্মসুচি ঘোষণা করেছে প্রতিরোধ কমিটি। আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার সর্বাত্মক মানববন্ধন কর্মসূচী আহবান করা হয়েছে।
মঙ্গলবার বিকেল চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে প্রতিরোধ কমিটি’র এক জরুরী সভায় এই  ঘোষনা দেয়া হয়।  এ সময় সভায় উপস্থিত ছিলেন কমিটির সমন্বয়ক সৈয়দ হোসেন আহমেদ, সদস্য পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, মনিরুজ্জামান মনির, শামসুল হকসহ অনান্য সদস্যবৃন্দ।
কমিটির এক প্রেসনোটে বলা হয়, অযৌক্তিকভাবে হটাৎ করে বহুগুন বর্ধিত পৌর ট্যাক্সের বিরুদ্ধে ১৮ আগষ্ট থেকে নানা রকম শান্তিপূর্ণ আন্দোলন করছে প্রতিরোধ কমিটি। গত ৬ অক্টোবর বৃহস্পতিবার মেয়রের ডাকে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা শুরু করে প্রতিরোধ কমিটি। ঐ সময় বন্ধ রাখা হয় আন্দোলন ও ট্যাক্স শুনানী। কিন্তু দাবীসমূহের ব্যাপারে গ্রহণযোগ্য সমাধান হয়নি। এ পর্যায়ে মানববন্ধনের মাধ্যমে আবারও আন্দোলন শুরু করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১০-১৬