নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ৯১ তম জন্মবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তির বিপ্লবী নেত্রী ইলা মিত্রের ৯১ তম জন্মবার্ষিকী পালন করেছে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা। মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
বহ্নিশিখার আহ্বায়ক ফারুকা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি সাইদুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক জিয়াউল হক, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক নওসাবাহ নওরীন, বহ্নিশিখার সদস্য সচিব মনোয়ারা খাতুন, সদস্য ফারাহ দিবা,  চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার যুগ্ন সাধারণ সম্পাদক মারিয়া হাসান, সদস্য নয়ন আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ। কবিতা আবৃত্তি করেন চাঁপাইনবাবগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক শাহ্জাহান প্রামাণিক।
বক্তারা বলেন, নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে যে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন ইতিহাসে তা নজিরবিহীন। তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি নাচোলের সাঁওতাল কৃষকদের সঙ্গে মিশে গিয়ে, জীবন যাপন করে  তাঁদের ভালবাসার অনন্য নজির স্থাপন করেন। ইলা মিত্রের এ ভালবাসার প্রতিদান দিয়েছিলেন সাঁওতাল কৃষকরা অকাতরে জীবন দিয়ে। ভালবেসে তাঁরা ইলামিত্রকে ‘রানী মা’ বলে ডাকতেন। সাধারণ মানুষের এ ভালবাসার প্রতিদান দিয়েছেন ইলামিত্র আজীবন তাঁদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে থেকে। সাধারণ মানুষকে ভালবাসার এ শিক্ষা আমাদের নিতে হবে ইলা মিত্রের জীবন ও সংগ্রাম থেকে। বক্তারা পাঠ্য বইয়ে তেভাগা আন্দোলন ও এর নেত্রী ইলা মিত্রের জীবনী অন্তর্ভূক্ত করার দাবি জানান। এছাড়া নাচোলের নেজামপুর থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কটি ইলা মিত্রের নামে নামকরণ ও ইলা মিত্রের নামে স্মৃতি ফলক স্থাপনের দাবিও জানান বক্তারা

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১০-১৬