গোমস্তাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকালে অনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন সংসদ সদস্য গোলাম মোস্তফা।
 ১কোটি ৪৮ লক্ষ ৯৬ হাজার ৮২৩ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই ভবনটি।
ফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিশ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খাঁন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান আনসারী, সাধারণ সম্পাদক মামুনর রশিদ, ভোলাহাটের সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবির, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০৮-১০-১৬

,