শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এ উজিরপুর ইউনিয়নের জয়

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে শিবগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট- ২০১৬ শনিবারের ২য় সেমিফাইনাল খেলায় উজিরপুর ইউনিয়ন ৩-১ গোলে বিনোদপুর ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।

 বিজয়ী দলের পক্ষে সুশান্ত, ওমর, রাহিদ ১টি করে ও বিজিত দলের পক্ষে সেলিম ১টি গোল করে। এর আগে ১ম সেমিফাইনালে মোবারকপুর ইউনিয়ন ২-১ গোলে শিবগঞ্জ পৌরসভাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।


 বিজয়ী দলের পক্ষে কলিং ২টি ও বিজিত দলের পক্ষে আপেল ১টি গোল করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৮-১০-১৬