নাচোলে আশ্রয়’র ছাগল বিতরন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সংস্থা আশ্রয়ের ইউপিপি-উজ্জিবীত প্রকল্পের আওতায় পিকেএসএফ এর অর্থায়নে নাচোল শাখার উদ্যোগে একটি হতদরিদ্র পরিবারকে মাচা পদ্ধতির মাধ্যমে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরন করা হয়েছে।
শনিবার দুপুর ২ টায় নাচোল উপজেলার মাক্তাপুর মৌজার ব্যাড়াচৌকি গ্রামের মনিরুল ইসলামের মেয়ে প্রতিবন্ধি রিনা খাতুনকে মাচাসহ ২ টি ছাগল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আশ্রয় নাচোল শাখা ব্যবস্থাপক আবু তাহের মোঃ ইকবাল হোসেন, প্রোগ্রাম অফিসার কুতুবুল আলম, শাখা হিসাব সহকারি ইউসুফ আলী প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৮-১০-১৬
শনিবার দুপুর ২ টায় নাচোল উপজেলার মাক্তাপুর মৌজার ব্যাড়াচৌকি গ্রামের মনিরুল ইসলামের মেয়ে প্রতিবন্ধি রিনা খাতুনকে মাচাসহ ২ টি ছাগল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আশ্রয় নাচোল শাখা ব্যবস্থাপক আবু তাহের মোঃ ইকবাল হোসেন, প্রোগ্রাম অফিসার কুতুবুল আলম, শাখা হিসাব সহকারি ইউসুফ আলী প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৮-১০-১৬