জেলাজুড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘অতীতকে জানবো, আগামীকে গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের শিবগঞ্জ, ভোলাহাট প্রতিবেদক জানিয়েছেন সেখানেও সাক্ষরাতা দিবসে নানান কর্মসুচি পালিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে নবাবগঞ্জ সরকারী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এরশাদ হোসেন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম মঞ্জুর রেজা, চাঁপাইনবাবগঞ্জের পৌর মেয়র ভারপ্রাপ্ত সাইদুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুখলেসুর রহমান আকন্দ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মেহেদী আখতার প্রমূখ। র‌্যালিতে সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও শিক্ষা সংশ্লিষ্টরা অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে উদিচি শিল্পী গোষ্ঠী’র পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও আন্তর্জাতিক স্বাক্ষরিতা দিবস পালিত হয়েছে।  উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে  উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে  গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু বক্কর, রিয়াজুল ইসলাম, রেজুয়ানুল কবির উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ বিবিণœ পেশার মানুষ।

ভোলাহাট
ভোলাহাটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, মাজহারুল ইসলাম পুতুল ও মুশফিকুর রহমান তারা। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কামাল উদ্দীন, মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী ইসরাত জাহান, ইউনিয়ন উদ্দ্যোক্তাদের মধ্যে সুমন আলী, সেলিম রেজা প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৯-১৬

, ,