স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন” এর উদ্যোগে স্কুল পর্যায়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন” এর উদ্যোগে স্কুল পর্যায়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন প্রজন্মকে রক্তদানের গুরুত্ব বুঝিয়ে ভবিষ্যতে রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণীর প্রায় ২০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া এবং তাদেরকে রক্তের গ্রুপ জানার গুরুত্ব ও প্রয়োজনে মানুষের জীবন বাঁচাতে রক্তদানে এগিয়ে আসার ব্যাপারে অবহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নের যুগ্ম সাধারণ-সম্পাদক আসাদুজ্জামান রকিসহ ‘স্বপ্ন’ এর “ব্লাড-ডোনেসান ক্লাব” লিডারের নেতৃত্বে দুইজন ডাক্তারসহ ১৫ জনের একটি দল এতে অংশ নেয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৯-১৬