নাচোল পৌর যুবলীগের সভাপতি সুলতানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সুলতান মাহমুদের(২৬)’র বিরুদ্ধে বুধবার রাতে চাঁদাবাজির মামলা হয়েছে। নাচোল সাব-রেজিষ্ট্রার ফারহানা আজিজ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
অভিযোগে জানাযায়, বুধবার বিকেল পৌন ৫টার সময় নাচোল পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে গিয়ে ১লাখ টাকা চাঁদা দাবী করে। এসময় সাব-রেজিষ্টার ফারহানা আজিজ টাকা দিতে না চাইলে ওই যুবলীগ নেতা অশ্লীলভাষায় গালমন্দ শুরু করে। এক পর্যায়ে সে এজলাস ভাংচুরের চেষ্টা করলে সাব-রেজিষ্ট্রী অফিসের সদস্যরা তাকে আটকের চেষ্টা করেন। এসময় সে দরজার ছিটকিনি ভেঙ্গে পালিয়ে যায়। রাতে নাচোল সাব-রেজিষ্ট্রার ফারহানা আজিজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
নাচোল থানার ওসি ফাসিরুদ্দীন মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৮-০৯-১৬

,