গোমস্তাপুরে বিলে গোসলে নেমে ২ কলেজ ছাত্র নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাস বিলে গোসল করতে নেমে ২ কলেজ ছাত্র নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে আড়াইটার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা রামদাস বিলে গোসল করতে নেমে পানিতে শ্রোতের হারিয়ে যায় তারা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এরা হলেন রহনপুর পৌর এলাকার ডাকবাংলা পাড়ার শফিকুল ইসলাম টুলুর ছেলে ও রহনপুর ইউসুফ আলী কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ইভান (১৭) ও মাদ্রাসাপাড়ার জাইদুল ইসলামের ছেলে মৃদুল হাসান জিকো (১৭)। তবে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ শাহীন কামাল বা গোমস্তাপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দুই ছাত্রের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করলেও তাঁদের পরিচয় নিশ্চিত করেনি। ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকাজে অংশ নেয়া চাঁপাইনবাবগঞ্জ ফায়ার এন্ড রেসকিউ সার্ভিসের সহকারী উপপরিচালক ওহিদুল ইসলাম ও পুলিশের উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, কাজীপাড়া এলাকায় পূর্নভবা নদী থেকে রামদাস বিলে ঢোকা পানির তীব্র শ্রোতের মুখে অবস্থিত একটি সেতুর নিকট দূপুরে গোসলে নামে ৫/৬ জন। একপর্যায়ে এঁদের ৪ জন তলিয়ে গেলেও ২ জন ডাঙ্গায় উঠতে সক্ষম হয়। বাকী দুইজন নিখোঁজ হয়। ডাঙ্গায় ওঠা দুইজনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাঁরা জানান,রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নৌকা নিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। রাত ৯টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ দুজনের কোন খোঁজ পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৯-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৯-১৬