অবশেষে বদলি হলেন শিবগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে

অবশেষে শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী ভূঁঞা কে পঞ্চগড়ে বদলি করা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা  অধিদপ্তর থেকে ৩৮.১০১.০১৯.০০.০০.০১৩.২০১৫-২৬৫ নম্বর স্বারকমূলে পরিচালক (প্রশাসন) শামস্ উদ্দিন আহমেদ  স্বাক্ষরিত এক আদেশে শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা ইউসুফ আলী ভূঁঞাকে শিবগঞ্জ থেকে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় একই পদে শাস্তিমূলক বদলী করা হয়  এবং আগামী ৬সেপ্টম্বর তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলে জানা গেছে।
উল্লেখ্য ১৭ আগষ্ট বুধবার রাতে শিবগঞ্জ কোট এলাকায় তার নিজস্ব ভাড়া বাসায় স্থানীয় জনগণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ আলী ভূঁঞাকে  মনাকষা ইউনিয়নে হাউসনগর গ্রামের কথিত স্ত্রীর সাথে আপত্তিকর  অবস্থায় আটক করে পুলিশের কাছে বৃহস্পতিবার সকালে সোপর্দের পর বৃহস্পতিবার রাত দেড় টায় মুচলেকা দিয়ে শর্তসাপেক্ষে বিয়ে রেজিস্ট্রি সম্পন্নের পর ইউসুফ আলী ভূঁঞা ও ঐ কথিত স্ত্রী ছাড়া পায়। এঘটনায় ইফসুফ আলী ভূঁঞার শাস্তির দাবীতে বিক্ষোভ, সমাবেশ ও মানবন্ধনও হয়।
অবশেষে তাকে বদলি করা হল পঞ্চগড়ে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৫-০৯-১৬

,