পেয়াজের আড়ালে ৯৩৪ বোতল ফেনসিডিল র‌্যাবের হাতে ধরা ৪ জন শিবগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা আমদানীকৃত পেঁয়াজবোঝাই একটি ট্রাক তল্লাশী চালিয়ে র‌্যাব ৯৩৪ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে।
র‌্যাব জানায়, সোমবার ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রেহায়চর নতুন স্টেয়িামের সামনে র‌্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় পেয়াজবাহী ট্রাক তল্লাসী চালিয়ে ফেন্সিডিলসহ শিবগঞ্জ উপজেলার জোয়ার্দ্দারপাড়া তালপট্টি গ্রামের একরামুল হকের ছেলে আলমগীর হোসেন ওরফে নিয়াত আলী (৩৪), উত্তর উজিরপুরের নুরশেদ আলীর ছেলে তারাবর হোসেন ওরফে বাবু (২৮), ছত্রাজিৎপুরের নজরুল ইসলামের ছেলে হারুন অর রশিদ (২২) ও কমলাকান্তপুরের ইউনুসুর রহমানের ছেলে স্বপন (২৩) কে আটক করা হয়।
এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।

এদিকে, আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানিয়েছেন, শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ি মোড় থেকে সোমবার দুপুরে ৩ হাজার ৮শ ৪৫ পিস ইয়াবাসহ আবুল কালাম (৩৫) নামক এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৯-১৬

,