নাচোলে ভিজিএফএর চাল বিতরনে অনিয়মের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হতদরিদ্রদের মাঝে ভিজিএফএর চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ঈদুল আজহার বিশেষ বরাদ্ধ ভিজিএফএর চাল ১০ কেজির পরিবর্তে সাড়ে ৮ থেকে ৯ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। অভিযোগকারী উপজেলার সদর ইউনিয়নের রাজবাড়ি মোহাম্মাদপুর গ্রামের আবু বাক্কার সিদ্দিক ভুলুর ছেলে সেরাজুল, আইনাল হক’র ছেলে সানোয়ার ও মজিবুর রহমানের ছেলে বুলবুল অভিযোগ করে বলেন, গত শুক্রবার নাচোল ইউনিয়ন পরিষদে ভিজিএফএর চাল নিতে গেলে সেখানে বাটখারার পরিবর্তে বালতি দিয়ে চাল ওজন কওে দেয়া হয়। একই অভিযোগ রয়েছে উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ক্ষেত্রেও। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনায়েতুল্লাহ বিষয়টি অস্বীকার করে বলেন, যে সাড়ে ৯ থেকে পৌনে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন পরিবহন, লেবার খরচ ও বস্তা প্রতি কিছুট ওজনে কম থাকে তাই সাড়ে ৯ কেজি থেকে পৌনে ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১০-০৯-১৬

,