শিবগঞ্জে ছাগল হাটগুলিত অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

শিবগঞ্জ উপজেলার বিভিন্ন  ছাগল হাট  গুলিতে ছাড়পত্র করতে সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে  অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।  ছাগল হাটে ইজরাদাররা ছাড়পত্রে ছাগল বা খাসী প্রতি ১শ টাকা করে লেখা হলেও আদায় করেছে ১শ ৭০টাকা। ক্রেতার নিকট হতে নিচ্ছে ১শ ৫০ টাকা এবং বিক্রেতার নিকট হতে নিচ্ছে ২০ টাকা করে।  আবার অনেক ছাড়্রে টাকার কোন উলে¬খ না করেই দেয়া হচ্ছে।
মনাকষা ছাগল হাটে ( হুমাযুন রেজা উচ্চবিদ্যালয়ের সামনে) ছাগল ক্রেতা টিয়া জানান, একটি খাসি ১২ হাজার টাকায় ক্রয় করেছে। ছাড় করতে ১শ ৫০ টাকা ও বিক্রেতার নিকট হতে ২০ টাকা নিয়েছে। তার হাতে ছাড়পত্রে শুধু খাসির মূল্য লেখা আছে। এব্যাপারে ছাড়পত্র লেখককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ইজারাদার যেভাবে লিখতে বলছেন, সেভাবেই লিখছি। আমাদের কিছু করার নেই’। একইভাবে টাকা নিয়েছেন সহকারী অধ্যপক কামাল উদ্দিন, হারুন অর রশিদসহ অন্যান্য খাসি ক্রেতার নিকট হতে।
সূত্র জানিয়েছে, প্রতি সাপ্তাহেই একইহারে ছাড়পত্রে টাকা আদায় করা হচ্ছে।
উলে¬খ্য যে শিবগঞ্জ উপজেলার মনাকষা, খাসের হাট, চককীর্তি, তর্ত্তীপুর, রানীহাট্টি, আড়গাড়া, চামা, সাহাপাড়াসহ প্রায় সবকটি ছাগল হাটেই চলছে একই ধরনের অনিয়ম।
এব্যাপারে সংশি¬ষ্ঠ ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন জানান এধরনের কোন অভিযোগ  না আসায় কিছু বলতে পারছি না ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০-০৯-১৬

,