কলিমুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের সু-উদ্যোগ > শিবগঞ্জের ৯ মেধাবী পেল শিক্ষাবৃত্তি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কলিমুদ্দিন আহম্মদ স্মৃতি শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান প্রদান করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার মনাকষার সাতরশিয়া গ্রামে মরহুম কলিমুদ্দিন আহম্মদের বাস ভবনে ফাউন্ডেশনের সভাপতি  দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুম কলিমুদ্দিন আহম্মদের নাতি ও মুক্তাগাছা কলেজের উপাধ্যক্ষ কাইমূল হক বাবলু, মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান চৌধূরী, হুমায়ুন রেজা  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, আনক কারিগরি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সাবিরুদ্দিন, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী।
অনুষ্ঠানে ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫প্রাপ্ত ৯ জন শিক্ষার্থীকে  ৬ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য যে এলাকার অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা লাভের সুযোগ প্রদানে গত ৫ জুন কলিমুদ্দিন আহম্মদ স্মৃতি শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন গঠনের মাধ্যমে প্রতিবছর গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি দেয়ার সিদ্ধান্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৭-০৯-১৬

,