পদ্মার ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার দাবীতে চরবাগডাঙ্গায় মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন করেছে এলকাবাসী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চরাঞ্চল সাধারণ পরিষদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধন চলাকালে নুরুল ইসলাম মাষ্টার, ভাঙ্গন কবলিত ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন, স্থানীয় স্কুল শিক্ষক মতিউর রহমান, ওবাইদুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পদ্মার ভাঙ্গনে ইতোমধ্যে চরবাগডাঙ্গা ইউনিয়েনের বেশ কিছু এলাকার শতশত ঘর-বাড়ি, ফসলি জমি ও বাগান নদী গর্ভে বিলিন হয়ে গেছে। তাই ভাঙ্গন প্রতিরোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহনের পাশাপশি স্থায়ী বাঁধ নির্মানের দাবী জানান তারা।
পরে শতশত এলাকাবাসী ভাঙ্গন কবলিত নদী পাড়ে এসে জমা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৯-১৬