হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন

দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে সোমবার ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের  উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক রবিউল ইসলাম, সিরাজুম মনির আফতাবী, ওবায়দুর রহমান, হরিজন সম্প্রদায়ের অন্তর কুমার শান্ত, দলিত সম্প্রদায়ের ব্রহ্মনাথ ঠাকুর।
অনুষ্ঠানে জানানো হয়, দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসুচির আওতায় সেলাই, মৎসচাষ কম্পিউটার ও বাটিক খাতে মোট ৫০ জনকে ৫০ দিনব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হবে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৯-১৬