তৃণমূল পর্যায়ে আরচ্যারী প্রশিক্ষণের সমাপনী
বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সহযোগিতায় ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সোমবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে আরচ্যারী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল আলম ভোতা। এসময় আরও উপস্থিত ছিলেন আখতারুজ্জামান রেজা তালুকদার, যুগ্ম সম্পাদক আজমাল হোসেন, নির্বাহী সদস্য আব্দুল হান্নান রজু, সাধারণ পরিষদ সদস্য মোজাম্মেল হক, জালাল উদ্দীন, সালামত হোসেন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এতে ২০ প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় ক্রীড়া পরিষদের কোচ সুজাবত আলী। তাকে সহযোগিতা করছেন স্থানীয় কোচ হুসনে রাকিব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৫-০৯-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৫-০৯-১৬