গরু আনতে গিয়ে ভারতের মধ্যে বিএসএফ’র গুলিতে প্রাণ গেল রাখালের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তের ভারতীয় অংশে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক গরুর রাখাল নিহত হয়েছে। নিহত রাখাল হচ্ছে, শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে হাবিবুর রহমান(২৩)।  তবে, ভারতের অভ্যান্তরে ঘটনাটি ঘটনায় বিজিবি ‘হত্যাকান্ডের’ ব্যাপারে নিশ্চিত তথ্য দিতে পারেনি।
স্থানীয় সূত্রজানায়, গত শনিবার রাতে বাংলাদেশের ফতেপুর সীমান্ত পিলান ১৩/৪ এস হতে ৪ কিঃ মিঃ ভারতের অভ্যন্তরে দিয়ে মুর্শিদাবাদ জেলার সুতী থানার হাসানপুর এলাকার নদী পথে হাবিবুরসহ ৪ জন রাখাল গরু আনছিল। রাত সোয়া ১১টার দিকে ভারতের চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের অধীনস্ত এলাকায় বিএসএফ সদস্যরা গুলি চালালে তিনজন পালিয়ে যায় এবং হাবিবুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই  নিহত হয়। নিহত হাবিবুর রহমানের চাচা বিসু আলী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান হাবিবুরের লাশ ভারতের মধ্যেই রয়েছে।
পাকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ও ওই ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘শুনেছি হাবিবুর বিএসএফের গুলিতে নিহত হয়েছে। তবে তার লাশ এখনো পাওয়া যায়নি’।
এ ব্যাপারে বিজিবির ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবুল এহসান বলেন, ‘ভারতের আড়াই কিলোমিটার ভেতরের এমন ঘটনার কথা লোকমুখে শুনেছি। তবে, হাবিবুরের পরিবার থেকেও নিশ্চিত করা হয়নি বিএসএসও অস্বীকার করেছে। কাজেই আমরা নিশ্চিত কোন তথ্য দিতে পারছিনা’।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১১-০৯-১৬

,