ঈদুল আযহায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪৬২১ জন ভিজিএফ চাল

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১০ করে ভিজিএফের চাল পাবে ৪হাজার ৬২১ জন গরিব পৌরবাসী। গতকাল বুধবার পৌরসভার ভিজিএফ কমিটির সভায় এই তথ্য জানানো হয়। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর পৌরসভা চত্বরে এই চাল বিতরণ করা হবে। ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমানের সভাপতিত্বে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যার ভিত্তিতে চাল বরাদ্দ দাবি উত্থাপন করলে ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান জানান এব্যাপারে মন্ত্রণালয়ের কোন নির্দেশনা নেই। সকল ওয়ার্ডে সমানভাবে ভাগ কওে দেওয়ার জন্য বলা হয়েছে। উদাহরণ দিতে গিয়ে তিনি জানান শিবগঞ্জ ও রহনপুর পৌরসভার লোকসংখ্যা বহুগুণ কম হলেও সমপরিমাণ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীতে লোকসংখ্যার ভিত্তিতে ভিজিএফ চাল বরাদ্দের দাবি জানানো হয়।
গভায় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মামুন অর রশিদ, শাহনেয়ামতুল্লা কলেজের অধ্যক্ষ ও ভিজিএফ কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম শহর সমাজ সেবা অফিসার ওবায়দুর রহমান কাউন্সিলরগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৮-১৬