মহারাজপুর মেলার মোড় থেকে ডিবি পুলিশের অভিযানে ৭০ লিটার চোলায় মদসহ ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় হঠাৎপাড়া থেকে বুধবার ডিবি পুলিশের অভিযানে ৭০ লিটার চোলায় মদ ও দেড় শ’ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা  হয়েছে। এ সময় আরো ২ জন মাদক সেবীকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর হঠাৎপাড়ার নজরুল ইসলামের স্ত্রী মাদক বিক্রেতা তাজকেরা বেগম (৪৫), একই ইউনিয়নের আকুন্দবাড়ীয় গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৪০) ও একই উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পালোয়ানপাড়ার কালুর ছেলে তাশেম আলী (৪০)।
ডিবি পুলিশের ওসি হামিদুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় হঠাৎপাড়ার তাজকেরার বাড়ীতে অভিযান চালিয়ে ২টি জার্কিনে এবং কয়েকটি বোতলে ৭০ লিটার দেশী তৈরী চোলায় মদ ও প্রায় দেড়’শ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা তাজকেরা এবং মাদক সেবী জহুরুল ইসলাম ও তাশেম আলীকে আটক করা হয়।
ওসি আরো বলেন, এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



চাঁপাইনবাবগঞ্জ নিজউ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৬