জঙ্গিবাদের বিরুদ্ধে পুস্তক বিক্রেতাদের মানববন্ধন

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে বুধবার চাঁপাইনবাবগঞ্জে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সমানে এ আমার জন্মভূমি, এটি জঙ্গিবাদীদের আস্তনা নয়- এই শ্লোগানকে সামনে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে, চাঁপাইনবাবগঞ্জের পুস্তক বিক্রেতাদের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও নামোশংকরবাটী  উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি জয়নুল ইসলাম, সহসভাপতি নাসিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিন্নুর রহমান।
বক্তারা, দেশে শান্তি ও স্থিতিশীল অবস্থা বিরাজের লক্ষে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।


চাঁপাইনবাবগঞ্জ নিজউ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৬