র্যাব-৫ এর অভিযানে চোলাই মদসহ ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় অভিযান চালিয়ে দেশী তৈরী চোলায় মদসহ ২ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার রেলবস্তি চন্ডিতলার তসলিমের ছেলে হোসেন আলী (২৬) এবং শুকুমার দাসের স্ত্রী আরতী রানী (৭২)। আটককৃতদের কাছ থেকে ৩০৮ বোতল (১২৩.২ লিটার) চোলায় মদ উদ্ধার করা হয়।
র্যাব সুত্র জানায়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে এএসপি সহিদার রহমান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা বাজারস্থ গুলনাহার বেগম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মহাসড়কে অভিযান চালায়। এসময় ৩০৮ বোতল চোলাই/বাংলা মদসহ হাতেনাতে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৮-১৬
র্যাব সুত্র জানায়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে এএসপি সহিদার রহমান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা বাজারস্থ গুলনাহার বেগম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মহাসড়কে অভিযান চালায়। এসময় ৩০৮ বোতল চোলাই/বাংলা মদসহ হাতেনাতে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৮-১৬