ভোলাহাট ও শিবগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩দিন ব্যাপি ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতে কেটে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সাবির্ক সহযোগিতা অনুষ্ঠিত ফলদ ও বৃক্ষ মেলায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস.এম আমিনুজ্জামান, অফিসার ইনচার্জ রমজান আলী, পৌর মেয়র কারীবুল হক রাজিন, উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমানসহ আমন্ত্রিত অতিথি ও মেলায় আগত দর্শকবৃন্দ। উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলি ঘুরে দেখেন ও মেলা প্রাঙ্গণে আয়োজিত সেমিনারে অংশ নেন। মেলায় ১৬ টি সরকারী, বেসরকারী ও ব্যক্তি উদ্যোগে স্থাপিত স্টল রয়েছে।
ভোলাহাট
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি দপ্তরের উদ্দ্যোগে মঙ্গলাবার সকাল ১০টায় ৩দিন ব্যাপি ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ভোলাহাট সমুন্নত স্মৃতি সৌধ মাঠে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেস হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, ওসি মহসীন আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল ইসলাম, কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, ইউপি নবনির্বাচিত চেয়ারম্যানগণ-আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের, আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল ও বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন। এ মেলায় সরকারী-বেসরকারী ও ব্যক্তিগত উদ্দ্যোগে মোট ১৬টি ষ্টল রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ ও ভোলাহাট 

, ,