কমতে শুরু করেছে পদ্মা ও মহানন্দা’র পানি

টানা সাত দিন অব্যাহত পানি বৃদ্ধির পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে পদ্মা ও মহানন্দা’র পানি। গত ২৪ ঘন্টায় পদ্মায় ৪ সেন্টিমিটার ও মহানন্দায় ১ সেন্টিমিটার পানি কমেছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের পাকা পয়েন্টে পদ্মার পানি প্রবাহ ছিল ২২ দশমিক ৪০ সেন্টিমিটারে। যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে।
পানি কমতে শুরু করলেও পদ্মা অববাহিকার ৮/৯ টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। বন্যা কবলিত চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে ৩২ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিবগঞ্জে ১৭ মেট্রিক টন এবং চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৫ মেট্রিক টন।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শহিদুল ইসলাম বলেন, ‘ পানি কমতে শুরু করায় খুব শীগ্রই বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি। তবে পানি কমার সঙ্গে সঙ্গে পদ্মায় ব্যাপক ভাঙ্গন দেখা দিতে পারে’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৮-১৬

,