শিবগঞ্জ মহিলা কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ উপলক্ষে বুধবার দুপুরে কলেজ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনু, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলাসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন এই একাডেমিক ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৩-০৭-১৬

,