স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য সানসেট ইকো চ্যানেলে সম্প্রচার হবে ১৫ জুলাই

তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানসেট, এ্যান আনফিনিসড ড্রীম’ চাঁপাইনবাবগঞ্জের ইকো চ্যানেল নেটওয়ার্ক এর চ্যানেল সেভেন ১৫ জুলাই রাত ৯ টায় সম্প্রচার করবে। স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী, লুৎফর রহমান জর্জ, অবিদ রেহান, রোমানা স্বর্ণা, নিয়ামুল করিম, সাঈদ হোসেন লাভলু।
স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটির নির্মাতা প্রাচ্য পলাশ চাঁপাইনবাবগঞ্জের সন্তান।  
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানসেট’ সম্পর্কে নির্মাতা প্রাচ্য পলাশ জানান, স্বপ্নহীন মানব জীবন আমাদের সমাজে অনুপস্থিত। মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে, ভালবাসে স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বাঁচতে। অথচ সমাজে বসবাসরত মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিদিন ঘটে যাওয়া বহু স্বপ্নভঙ্গের ঘটনা সমাজপতিদের দৃষ্টিগোচরে আসে না। মানব জীবনের এমন কিছু স্বপ্ন দেখা ও স্বপ্নভঙ্গের গল্পই প্রধান উপজীব্য এ চলচ্চিত্রের।
এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রিমিয়ার শো গত ৮ জুলাই রাত ৯টা ১০মিনিটে চ্যানেল সেভেন-এ সম্প্রচারিত হয়। প্রায় ২৫ মিনিট দৈর্ঘ্যরে দ্য সানসেট চাঁপাইনবাবগঞ্জের দর্শক মহলে ব্যাপক আলোচিত হয়। প্রেক্ষিতে ১৫ জুলাই আবারও সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়।
প্রাচ্য পলাশ নির্মিত একক নাটক ‘হৃদয় ভাঙার বাঁকে’, ‘ভ্রমর’, ‘আঁধার আবৃত মেঘ’, ‘বিষাদ ভেজা স্বপ্ন’, ‘ছায়াবৃত্ত’ প্রভৃতি দেশের প্রথম সারির চ্যানেলগুলোতে সম্প্রচার প্রক্রিয়াধীন রয়েছে। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা প্রাচ্য পলাশকে ৫২০ পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণে লিখিত অনুমোদন প্রদান করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৭-১৬

,