নবাব মিষ্টান্নসহ তিন হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ শহরের ডিসি মার্কেটের সামনের নবাব মিষ্টান্ন ভান্ডার, হাসপাতাল সড়কের সফিক হোটেল ও নিমতলার হাসমত হোটেলকে বুধবার অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বিকেলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইয়াসমিন এই অর্থদন্ড প্রদান করেন।
আদালত সূত্র জানিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম বিকেল ৩টার দিকে বের হয়। এসময় ভেজাল ও নি¤œমানের খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শহরের ডিসি মার্কেটের সামনের নবাব মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, হাসপাতাল সড়কের সফিক হোটেলকে ৩ হাজার টাকা ও নিমতলা এলাকার হাসমত হোটেলকে ৫ হাজার টাকা সর্বমোট ১৩ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অর্থদন্ড প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৭-১৬