ভোলাহাটের অপহৃত শিশু আমির হামজা রাজশাহীতে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আদমপুর গ্রামের আমিন হামনা নামের এক ৬ বছরের শিশুকে রাজশাহীতে অপহরনের চেষ্টা কালে উদ্ধার করেছে র‌্যাব। রোববার  বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশু আমির হামজা আদমপুর এলাকার জামিরুল ইসলামের ছেলে।
র‌্যাবের অভিযানকালে রিপন হোসেন (৩০) নামের একজনকে আটক করা হয়। র‌্যাব জানিয়েছে, রিপন অপহরণকারী।
 র‌্যাব জানায়, রিপন হোসেন আনুমানিক এক বছর আগে আমির হামজার মা রেশমী খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। রোববার রিপন আমির হামজা’কে বেড়াতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে তার মায়ের (রিপনের দ্বিতীয় স্ত্রী) কাছে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় রেশমী খাতুন র‌্যাব-৫, রাজশাহীতে একটি লিখিত অভিযোগ করে।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে অপহরণকারীকে গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করার জন্য র‌্যাব গোয়েন্দা কার্যক্রম শুরু করে। অপহরণকারী শিশু আমির হামজা’কে ঢাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রাজশাহী রেলস্টেশনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল রাজশাহী রেলওয়ে ষ্টেশনে অভিযান চালিয়ে শিশু আমির হামজাসহ রিপনকে হাতেনাতে ধরে ফেলে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।
আটক রিপন পাবনা জেলার আটঘরিয়া সংলগ্ন কুষ্টিয়াপাড়া এলাকার পালন প্রামানিকের ছেলে।  সে পেশায় একজন গার্মেন্টস কর্মী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৭-১৬

,