ভোলাহাটে মাদক ব্যবসায়ীর হামলায় মুক্তিযোদ্ধা ও ছেলে আহত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক মাদক ব্যবসায়ীর হামলার শিকার হয়ে মুক্তিযোদ্ধা ও তার স্কুল শিক্ষক ছেলে আহত হয়েছে। তাদেরকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের জিন্নাতের ছেলে আলম (৩৬) দীর্ঘ দিন ধরে মাদক ব্যবাসা চালিয়ে আসছিল। এ ঘটনায় প্রতিবেশী ৭৬ বছর বয়সী মুক্তিযোদ্ধা হাসিমুদ্দিন ও তার স্কুল শিক্ষক ছেলে কাইফুল ইসলাম(৪০) তাকে মাদক বিক্রয় করতে নিষেধ করেন। এ ঘটনার জের ধরে রোববার আলম তার লোকজনদের নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে হাসিমুদ্দিন ও কাইফুলসহ কয়েকজন আহত হয়। আহতদের ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন। তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১০-০৭-১৬
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের জিন্নাতের ছেলে আলম (৩৬) দীর্ঘ দিন ধরে মাদক ব্যবাসা চালিয়ে আসছিল। এ ঘটনায় প্রতিবেশী ৭৬ বছর বয়সী মুক্তিযোদ্ধা হাসিমুদ্দিন ও তার স্কুল শিক্ষক ছেলে কাইফুল ইসলাম(৪০) তাকে মাদক বিক্রয় করতে নিষেধ করেন। এ ঘটনার জের ধরে রোববার আলম তার লোকজনদের নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে হাসিমুদ্দিন ও কাইফুলসহ কয়েকজন আহত হয়। আহতদের ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন। তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১০-০৭-১৬