ভোলাহাট কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
সকালে ভোলাহাট কলেজ মোড়ে শিক্ষক শিক্ষার্থীদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে ওই কলেজের প্রায় ১২শ’ শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষও অংশ নেয়। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম, কলেজ শিক্ষক এনামুল হক, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, শিক্ষার্থী সোহেল আহম্মেদ, আফরোজা খাতুন। সমাবেশে বক্তারা ভোলাহাটের ঐতিহ্যবাহী মহাবিদ্যালয়টিকে চলতি বছরে জাতীয়করণের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৬-০৭-১৬

,