নাচোল উপজেলার সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ ১৫ জামায়াত শিবির নেতাকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা এ্যাড. সিরাজুল ইসলামসহ ১৫ জন জামায়াত শিবির নেতাকর্মীকে মঙ্গলবার পুলিশ আটক করেছে। সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাসির উদ্দীন জানান, নাচোলের বনগাঁ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহ-সেক্রেটারী ইয়াহিয়া খালেদের বাড়িতে নাশকতার পরিকল্পনার উদ্দ্যেশে বৈঠক করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতদের মাধ্যে রয়েছেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম (৬২), নাচোল বেগম মহসীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইসাহাক আলী (৫৪), হাপানিয়া  মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাইউম (৫৬), সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ (৬০), হাবিবুর রহমান (৬০), নাজিমুদ্দিন (৫৫), আশরাফুল ইসলাম (৪৬), আব্দুল হাই (৫০), মোস্তাফিজুর রহমান (৪৫),  জালাল উদ্দিন (৬৫), আমিনুল ইসলাম (৬৫), আনারুল ইসলাম (৫০), নুহু আলম (৪৮), বশির (৩৫), গিয়াস উদ্দিন (৬৫)।
তবে, এসময় তাদের কাছে কিছু পাওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানিয়েছে, জামায়াত নেতা ইয়াহিয়া খালেদের বাড়িতে মঙ্গলবার ইফতারের আয়োজন করা হয়েছিল।
নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৮-০৬-১৬

,