অল্প বৃষ্টিতেই বেহাল অবস্তা ভোলাহাট-রহনপুর সড়কের

অল্প বৃষ্টিতেই ভোলাহাট-রহনপুর সড়ক ও জনপথ বিভাগের ২২  কলোমিটার রাস্তার বিভিন্ন স্থানের বেহাল অবস্থা হওয়ায় জনজীবন চরম দূর্ভোগে পড়েছে। ভোলাহাট- রহনপুর সড়ক ও জনপথ বিভাগের এই রাস্তার জায়গা জায়গা খাল-কন্দরের  সৃষ্টি হয়েছে । গত ক’দিনের অল্প বৃষ্টিতে খাল-কন্দরের সৃষ্টি হওয়ায় বিভিন্ন যানবাহনসহ পায়ে হেঁটে চলাচল করতে বেকায়দায় পড়ছেন পথচারিরা।
স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্করণের সময় ঠিকাদারের নিম্নমানের দায়সারা কাজ শেষ করার কারণেই সড়কটি প্রায়শই চলাচলের অনুপোযোগী হয়ে পড়ছে। অপর দিকে পানিনিস্কাষণ ব্যবস্থা যথাযথ না করায় রাস্তার দু’ধারে পর্যাপ্ত জলাবদ্ধতায় রাস্তা নষ্ট হচ্ছে।
তারা বলেন, রাস্তার দু’ধারে বাড়ীগুলো উঁচু হওয়ায় সেতুলনায় রাস্তা নিচু থাকায় জলাবদ্ধতা থেকে ক্ষতির শিকার হচ্ছে রাস্তাটি।
স্থানীয়রা টিকসই রাস্তা সংস্ককারের দাবী জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৮-০৬-১৬

,