১৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে দু’লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

ভিটামিন ‘এ’ খাওয়ান,শিশু মৃত্যুর ঝুঁকি কমান-শ্লোগাণে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে ১৬ জুলাই শনিবার ০৬-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৬ হাজার ৩শ’ ৩৭ জন শিশুকে উচ্চক্ষমতার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সকালে সিভিল সার্জন কার্যালয়ে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা হয়েছে। সিভিল সার্জন প্রধান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খান, ঢাকার ইনিস্টিটিউট অব পাবলিক হেলথ এর উপ-পরিচালক ডা. আব্দুল হান্নান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, জেলা তথ্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জুয়েল, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী।
অনুষ্ঠানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ত্ব মল্টিমিডিয়ায় পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ ডা. সায়েম।
সভায় জানানো হয়, আগামী ১৬ জুলাই শনিবারের ক্যাম্পেইনে জেলার ৫ উপজেলার ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ২৫৫ জন শিশুকে ১ লক্ষ ইউনিটের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১৭ লক্ষা ৩ হাজার ৮২ জন শিশুকে ২ লক্ষ ইউনিটের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কাজে জেলাব্যাপী ভ্রাম্যমানসহ ১ হাজার ২’শ ৯টি কেন্দ্রে ৩ হাজার ৭’শ ৬২ জন স্বেচ্ছাসেবী কাজ করবে। সভায় কর্মসূচী সফল করার জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৬-১৬