জেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম জামিনে মুক্ত

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত জেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম জামিনে মুক্ত হয়েছেন। দীর্ঘ সাড়ে পাঁচমাস পর কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হলেন।
উল্লেখ্য, মেয়র নির্বাচিত হবার গত ১৩ জানুয়ারী শপথ গ্রহনের একদিন আগে তিনি ৮টি মামলায় আদালতে আতœসমর্পণ করলে আদলত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এর পর ৩০ জানুয়ারী  আদালতের নির্দেশে প্যারেলে মুক্তি পেয়ে শপথ গ্রহণ করেন।
গত ২২ এপ্রিল ৮ টি মামলায় জামিন পেয়ে বের হবার সময় শিবগঞ্জ থানার আরো তিনটি মামলায় পুনরায় আটক করা হয়। অবশেষে মঙ্গলবার হাইকোর্টের আদেশে তিনি জামিনে মুক্ত হয়ে বের হন।
উল্লেখ করা যেতে পারে, নজরুল ইসলাম কারাগারে আটক থাকাকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিষদ সভা করে প্যানেল মেয়র নির্ধারণ করে। পরে মন্ত্রাণালয়ের নির্দেশে প্যানেল মেয়র সাইদুর রহমান ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৬-১৬