শিবগঞ্জের পাইলিং মোড়ে ট্রাক মিশুকের সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে মঙ্গলবার সকালে ট্রাক মিশুকের সংঘর্ষে মা ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছে, শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর তেররশিয়া গ্রামের মৃত মনসুরের মেয়ে ও আবুল কালাম আজাদের স্ত্রী সেরিনা বেগম (৩৫) ও তার ছেলে ইমন (১০) একই গ্রামের মাহবুবের স্ত্রী জাকেরা বেগম (৩৯)।
শিবগঞ্জ থানার এস আই মোয়াজ্জেম হোসেন জানান, সকাল ৮টার দিকে একটি খালি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ যাবার সময় পাইলিং মোড়ে একটি মিশুককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিশুকের যাত্রী সেরিনা বেগম নিহত হয়। পরে মারাত্মকভাবে আহত ইমন ও জাকেরা বেগম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় আহত রনি, এজাবুল, মোয়াজ্জেমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাক চালক তোফাজ্জলকে আটক করেছে। আটক তোফাজ্জল হোসেনের বাড়ী নাটোর জেলার লালপুর উপজেলায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৮-০৬-১৬