শহরের হুজরাপুর রেলবস্তি থেকে ইয়াবাসহ ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর রেলবস্তি থেকে ৫৪ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হচ্ছে ঐ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে খায়রুল ইসলাম (৩১) ও এন্তাজ মন্ডলের ছেলে মজিবুর রহমান (৪৫)।
র্যাব জানায়, ইয়াবা কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা এএসপি সহিদার রহমান এবং এএসপি নুরে আলমের নেতৃত্বে মঙ্গলবার বিকাল সোয়া ৫ টার দিকে হুজরাপুর রেলবাগান এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা মূল্যর ৫৪ পিস ইয়াবাসহ মজিবুর রহমান ও খায়রুল ইসলামকে আটক করে। র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৬-১৬
র্যাব জানায়, ইয়াবা কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা এএসপি সহিদার রহমান এবং এএসপি নুরে আলমের নেতৃত্বে মঙ্গলবার বিকাল সোয়া ৫ টার দিকে হুজরাপুর রেলবাগান এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা মূল্যর ৫৪ পিস ইয়াবাসহ মজিবুর রহমান ও খায়রুল ইসলামকে আটক করে। র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৬-১৬