নাচোলে লক্ষণপুরে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ ৫ পরিবারকে অনুদান প্রদান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের পশ্চিম লক্ষণপুর গ্রামে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ ৫ পরিবারকে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার নাচোল উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ৫টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সম্প্রতি নাচোল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষণপুর গ্রামের রেহেনা বেগম, বাবলী বিবি, জিয়াসমিন, নাসির ও মিঠন এর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ হামলায় ওই পরিবার গুলোর বাড়িঘর ভেঙ্গে তছনছ করে ফেলে। ঘটনার পর নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ও ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগীতা করার আশ্বাস দেন। এরই পরিপেক্ষিতে  উপজেলা পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা ফান্ড থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৪-০৬-১৬

,