শপথের আগের দিনই গ্রেফতার হলেন বারঘরিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণের দিনক্ষণ ঠিক হওয়ার আগের দিনেই গ্রেফতার হয়েছে বারঘরিয়া ইফপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও জামায়াত নেতা আবুল খায়ের। পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার তাকে বারঘরিয়ার চামাগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, দেশব্যাপি চলা পুলিশের বিশেষ অভিযানে একাধিক নাশকতা মামলার আসামী জামায়াত নেতা আবুল খায়েরকে সন্ধ্যা পৌনে সাতটায় চামাগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, চামাগ্রাম এলাকায় আবুল খায়ের আত্মগোপন করে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আবুল খায়েরের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, বুধবার বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৬-১৬
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, দেশব্যাপি চলা পুলিশের বিশেষ অভিযানে একাধিক নাশকতা মামলার আসামী জামায়াত নেতা আবুল খায়েরকে সন্ধ্যা পৌনে সাতটায় চামাগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, চামাগ্রাম এলাকায় আবুল খায়ের আত্মগোপন করে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আবুল খায়েরের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, বুধবার বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৬-১৬