পুলিশের বিশেষ অভিযানে নাচোলে জেএমবি সদস্যসহ ৪৬ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় মঙ্গলবার পুলিশের বিশেষ অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতাসহ বিভিন্ন মামলার আসামী হিসেবে তাদের গ্রেফতার করা হয়। এদিকে, নাচোলে এক জেএমবি সদস্য গ্রেফতার হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেফতার ৪৬ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ২৫ জন ও নিয়মিত মামলার ২১ জন আসামী রয়েছেন।
নাচোল থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, মঙ্গলবার রাতে নাচোল উপজেলার পরীপুর গ্রাম থেকে শহরত জামান নামের এক জেএমবির সদস্যকে পুলিশ আটক করে। আটককৃত ব্যাক্তি নামে থানায় একাধিক মামলা রয়েছে। সে ২০১২ সালে নাচোল থানার ওসি ফিরোজ আহম্মেদ এর উপর হামলা করেছিল বলে ওসি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৬-১৬

,