জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার শহরের বিশ্বরোড মোড়ে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে সভাপতি পদে লুৎফর রহমান ফিরোজ ও সাধারণ সম্পাদক পদে ইয়াহিয়া বিশ্বাস আবারও নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান বিশু সন্ধ্যায় জানান, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ১৫৬ জন ভোটারের মধ্যে ১৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৯টি ভোট বাতিল হয়ে যায়। লুৎফর রহমান ফিরোজ-ইয়াহিয়া বিশ্বাস প্যানেল ১৯ পদের মধ্যে ১৫টি পদে এবং প্রতিদ্বন্দ্বী নাসিরুল ইসলাম-হামিদুর রহমান প্যানেল কোষাধ্যক্ষ সহ মাত্র ৪টি পদে বিজয়ী হন। এই প্যানেল থেকে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইব্রাহিম আলী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৬-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৬-১৬