ক্ষুদে শিক্ষার্থীরা ঈদ আনন্দ ভাগাভাগি করল অসহায় প্রবীণদের সঙ্গে

আসন্ন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের ইকরা প্রি-ক্যাডেট স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের টিফিনের পয়সা জমিয়ে মহানন্দা প্রবীণ নিবাসের বাসিন্দাদের নতুন পোষাক কিনে দিয়েছে। এ কাজে তাদের সাহায্য করেছে তাদের শিক্ষক ও অভিভাবকরা। শনিবার বেলা সোয়া ১১ টায় প্রবীণ নিবাসে এক অনুষ্ঠানে প্রবীণদের হাতে পোষাকগুলি তুলে দেয় শিশুরা। এসময় উপস্থিত ছিলেন ইকরা প্রিক্যাডেট স্কুল পরিচালনা কমিটির সভাপতি নইমুল বারী, পরিচালক আমিরুল মোমেনিন, অধ্যক্ষ শাহজাহান, মহানন্দা প্রবীণ নিবাসের সভাপতি ডা. আব্দুস সালাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ পরিচালক মোস্তাফিজুল হক, সমাজকর্মী শামীম আহমেদ প্রমূখ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৬-১৬