শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল হক আসাদ (২৭) নামে এক বাংলাদেশী আহত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে এঘটনা ঘটে। আহত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমা বাগিচাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, আসাদ আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক ১৮২/২ এস পিলার দিয়ে চোরাকারবারী পণ্য পাচার করার চেষ্টা করছিল। এসময় ভারতের নওদাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা উপস্থিত হলে আসাদ তাদের ইঁপাটকে নিক্ষেপ করে পালিয়ে আসার চেষ্টা করে। এ ঘটনায় বিএসএফ আসাদকে লক্ষ করে গুলি বর্ষণ করে। এসময় আসাদের পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় সে বাংলাদেশের ভেতরে পালিয়ে আসতে সক্ষম হয়। পরে গুলিবিদ্ধ আসাদকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এব্যাপারে সোনামসজিদ বিওপির কোম্পানী কমান্ডার হাবিলদার শামসুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শনিবার রাতে সীমান্তে বোমার মত শব্দ শোনা গেছে। তবে এতে কোন বাংলাদেশী আহত হয়েছে বলে তাদের কাছে কোন তথ্য নেই।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৫-০৬-১৬

,